উত্তরদিনাজপুর

ট্রাফিক পুলিশের তৎপরতায়, হারিয়ে যাওয়া শিশুকে খুজে পেল পরিবার

ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুকে খুজে পেল পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় এলাকায়। পরে উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের সুকান্ত মোড় এলাকায় একটি নাবালককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখতে পায় ওই এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। শিশুটিকে দেখে তাদের সন্দেহ হয়। তাকে জিঞ্জাসাবাদ করে জানতে পারে তার নাম সূর্য হাজরা [১০]। বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার বংশিহাড়ি থানার শিবপুর এলাকায়। সে ভুল করে বাসে উঠে চলে এসেছে। সিভিক ভলেন্টিয়াররা বিষয়টি তাদের ট্রাফিক অফিসার প্রতাপ মিশ্রকে জানান। ট্রাফিক অফিসার শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কর্মরত সিভিক ভলেন্টিয়ার শিশুটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবি দক্ষিন দিনাজপুর জেলার বংশিহারি এলাকার কেউ দেখতে পেলে শিশুটিকে চিনতে পারে। তার পরিবারের লোকেদের জানায়। পরিবারের লোকেরা বংশিহাড়ি থানার সাথে যোগাযোগ করে। থানা মারফত কালিয়াগঞ্জ থানার সাথে যোগাযোগ করে রাত ১১ টা নাগাদ শিশুটির যথাযোগ্য প্রমান দিয়ে কালিয়াগঞ্জ থানা থেকে শিশুটিকে নিয়ে যায় পরিবারের লোকজন। সিভিক ভলেন্টিয়ারের এই অভিনব তৎপরতায় খুশি পরিবার।

শিশুটির দাদু পনছু হাজরা জানান, তারা থানা থেকে খবর পেয়ে আসি। নাতিটি মানষিক ভারসাম্যহীন। সে এর আগেও বাড়ি থেকে হারিয়ে গেছে। রাতে তার কাছে তার পাড়ার একজন এসে বলে তার নাতি কালিয়াগঞ্জে আছে ফেসবুকে ছবি দিয়েছে সিভিক ভলেন্টিয়ার। তারা বংশিহাড়ি থানার সাথে যোগাযোগ করে সেখান থেকেই তারা কালিয়াগঞ্জ থানার সাথে যোগাযোগ করে দেয়। তারা তদের নাতিকে পেয়ে খুশি।